Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

 

রংপুর বীজ বিপনন অঞ্চলের আওতাধীন সিনিয়র সহকারী পরিচালক, বিএডিসি, লালমনিরহাট এর অফিস একটি স্বতন্ত্র অফিস। লালমনিরহাট জেলার সর্বিক বীজ বিপনন কায্যক্রম এ অফিসের আওতায় পরিচালিত হয়। ২ টি বীজ বিপণন কেন্দ্র এবং ১২১ জন অনুমোদিত বীজ ডিলার এর মাধ্যমে লালমনিরহাট জেলার সার্বিক বীজ বিপণন কার্য্যক্রম পরিচালিত হয়।

লালমনিরহাট সদর উপজেলা ক্যম্পাসে অফিসটি অবস্খিত। ২ টি বীজ বিপনন কেন্দ্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কৃষকদের নিকট বীজ বিক্রয় করা হয়।