১ । গবেষণা প্রতিষ্ঠান হতে সংগৃহীত Breeder Seed দ্বারা Foundation Seed উৎপাদন যা থেকে পরবর্তীতে প্রত্যায়িত বীজ উৎপাদনপূর্বক কৃষকদের মাঝে বিতরণ।
২ । উন্নত বীজ উৎপাদনে চুক্তিবদ্ধ চাষী ও বেসরকারী পর্যায়ে বীজ উৎপাদনের জন্য কৃষক পর্যায়ে কারিগরি পরামর্শ ও সহায়তা দানের মাধ্যমে প্রত্যায়িত/মানঘোষিত বীজ উৎপাদন ও বিতরণ ।
৩ । বেসরকারি খাতে প্রত্যায়িত বীজ অব্যাহত উৎপাদন, প্রজিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণের উৎসাহ ও কারিগরি পরামর্শ সেবাসহ প্রশিক্ষণ প্রদান।
৪ । উন্নত বীজ উৎপাদন, সংগ্রহ, প্রজিয়াজাতরণ, সংরক্ষণ, বিপণন ও সীমিত আকারে বীজ শিল্প উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠা/ব্যক্তিকে সেবা প্রদান।
৫। প্রাকৃতিক ও অন্যান্য যে কোন কারণে দূ‡র্যাগের পর দূর্গত এলাকায় সরবরাহ করার জন্য আপৎকালীন বীজ মজুদ রাখা এবং তা কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিতরণ করা।
৬। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিজ্ঞানী কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রমকে ত্বরান্বিত করা।
৭। দানা জাতীয় শস্য, পাট ও অন্যান্য বীজ উৎপাদনে সার্বিক সেবা প্রদান এবং শংকর বীজ উৎপাদন ও বাজারজাতকরণ।
৮। উন্নতমানের বীজ সঠিক সময়ে ন্যায্যমূল্যে কৃষকের নিকট পৌঁছে দেয়া।
৯। জাতীয় বীজ বোর্ড কর্তৃক নির্ধারিত বীজমান অনুযায়ী বীজ বিপণন করা।
১০। বীজ উপাদন ও সংরক্ষণ বিষয়ে বীজ ডিলার ও চাষী পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা।
১১। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত বিভিন্ন ফসলের উন্নতজাতের ও উন্নতমানের বীজ চাষীদের সরবরাহ করা।
১২। বিএডিসির সুনির্দিষ্ট নীতিমালার আলোকে বীজ ডিলার নিয়োগকরন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS